সব

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 25th July 2019at 4:45 pm
52 Views

স্টাফ রিপোর্টারঃ ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে অটোমেটেড কাস্টম ডাটা  সিস্টেম – আসিকুডা ( ASYCUDA) সফটওয়্যার ।  এর ফলে ডিজিটাল  কমার্সেরক্ষেত্রে           সুবিধাজনক জায়গায়  পৌছার চমৎকার সুযোগ সৃষ্টি হবে। ডাক অধিদপ্তরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে।বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। ডাক বিভাগ এসিকুডায় যুক্ত হবার ফলে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যেশুল্ক কর মূল্যায়নে  তাৎক্ষনিক ব্যবস্থা কার্যকর করা যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সাথে আজ বুধবার তাঁর দপ্তরে এশিয়া এসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো অর্ডিনেটরমারিয়ানি ডুমন্ট ( গধৎরধহহব উঁসড়হঃ) এর নেতৃত্বে তিন সদস্যেও একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।  সাক্ষাৎকালে ডাক বিভাগের এসিকুডারসাথে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  মারিয়ান্ট ডুমন্ট ডাক বিভাগের সাথে আসিকুডার সংযুক্ত হবার বিষয়টি নিশ্চিতকরেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগেরপরিচালক শামিকা এন. সিরিমানে ( Shamika N. Sirimanne ) এবং বেসিস এর সাবেক পরিচালক  মোস্তাফিজুর রহমান  সোহেল । সাক্ষাৎকালে ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট হস্তান্তর করাহয়।


সর্বশেষ খবর