বিএনপির কার্যালয় এখন গুজবের কারখানাঃ সেতুমন্ত্রী
আমারবাংলা ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘গুজবের কারখানা’ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা। তারা সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে, গুজব রটাচ্ছে। গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে মারার পেছনেও বিএনপির নেতাদের হাত আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতিটি বিষয় নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অপপ্রচারে লিপ্ত থাকে। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তারা সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করে না।’
মিথ্যাবাদী রাখাল বালকের সঙ্গে বিএনপি নেতাদের তুলনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো হয়েছে। তারা বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ তা মিথ্যা বলে মনে করে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে।
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) স্বাস্থ্য যতটা না খারাপ তার চেয়ে বেশি তারা অপপ্রচার করছে। তারা তার মুক্তির জন্য কোনো আন্দোলন করতে পারেনি। এখন মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি।’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি মহল দেশের মধ্যে ও দেশের বাইরে গুজব আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, ‘বন্যা ও ডেঙ্গুর মত আপদ আমাদের সামনে হাজির হয়েছে। সরকারের কাজকে আরো বাড়িয়ে দিয়েছে। আর দেশের নাগরিক হয়ে বিদেশে যারা কথা বলেছে তার পেছনে ষড়যন্ত্র আছে কিনা, সেটিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দিতে হলে স্বেচ্ছাসেবক লীগকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। দেশের তৃণমূল থেকে এ সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।