নারী-শিশু ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ জানান। সেই সাথে সংগঠিত অপরাধের বিচারের দাবি জানান।