সব

মশা নিধন কর্মীদের নজরদারিতে জিপিএস দিচ্ছে ডিএনসিসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd August 2019at 3:29 pm
48 Views

আমারবাংলা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশা নিধনের দায়িত্বে নিয়োজিত কর্মীদের নজরদারিতে রাখার জন্য সোমবার থেকে আধুনিক প্রযুক্তির জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস দেবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে মেয়র বিষয়টি জানান।

মশা নিধনের দায়িত্বে নিয়োজিত কর্মীরা কোন স্থানে থাকেন তা নিয়ে নাগরিকদের অভিযোগ রয়েছে। বহু এলাকাবাসীর অভিযোগ তাঁরা ওষুধ না ছিটিয়ে ভিন্ন কোনো স্থানে থাকেন। তবে এবার সেই অভিযোগ থাকবে না জানিয়ে মেয়র আতিকুল বলেন, সোমবার থেকে আমাদের বেশিরভাগ মশক কর্মীদের সঙ্গে জিপিএস ট্র্যাকার থাকবে। তাই মশক কর্মীদের কাজ নিয়ে আর সন্দেহের সুযোগ থাকবে না।

ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন আহমেদ, কার্যক্রমের পৃষ্ঠপোষক ওয়ালটনের অতিরিক্ত পরিচালক (স্পোর্টস) ইকবাল বিন আনোয়ার ডন প্রমুখ।


সর্বশেষ খবর