জেমসের গানে বিবশ করলেন অপূর্ব, বাজালেন নিশো
বিনোদন ডেস্কঃ আফরান নিশো ও অপূর্ব। দুই বন্ধু। মিডিয়ার প্রথম দিনগুলোর পথচলা ছিল একসাথে। কালের কণ্ঠের সাথে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন নিশো।
‘আমি তখন মডেলিং ক্যারিয়ার শুরু করলেও অভিনয়টাকে কোনোভাবেই গ্রহণ করতে পারছিলাম না। এতোসময় ধরে মানুষ কী করে? নাটক নিয়ে এই আমার ভাবনা। গাজী রাকায়েত ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তিনি আমাকে বোঝাচ্ছিলেন আসলে অভিনয়টা একেবারে ভিন্ন জিনিস। অপূর্ব আর আমি তখন ক্লোজ বন্ধু। আমরা ২৪ ঘণ্টা একসাথে থাকতাম। সে আসে ২০০৫ সালে ইউ গট দ্য লুক দিয়ে। আমাদের বন্ধুত্ব হয়ে যায়। কেননা দুজনেই মডেলিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সে অবশ্য নাটকে অভিনয় শুরু করে দিয়েছিল। সেই আমাকে একদিন নিয়ে গেল রাকায়েত ভাইয়ের সেটে।’ পুরো সাক্ষাৎকার রাকায়েত ভাইয়ের কাছে গিয়ে বললাম অভিনেতা হতে চাই : নিশো
তবে দীর্ঘদিন পর দুই বন্ধুকে একসাথে দেখা গেল। তাও আবার একেবারে জেমসের গান নিয়ে হাজির। অনানুষ্ঠানিক একটি ঘরোয়া আড্ডায় জেমসের জনপ্রিয় গান যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না গাইলেন অপূর্ব, একেবারে নিখুঁত গলায় ; জেমসের ঢংয়েই। আর গানের সাথে বাজালেন নিশো। বলতে গেলে নিশো-অপূর্ব ভক্তদের অনন্য পাওয়া এই গান। নির্মাতা মোস্তফা কামাল রাজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ হওয়া ভিডিওটি ভক্তদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। অপূর্ব যে এতো ভালো গাইতে পারেন সে কথাও ভক্তদের অজানা ছিল।
যদিও নিশো ইতোমধ্যে নাটকের জন্য নিজে গেয়েছেন। সেটা পেশাদারিত্বের সাথেই গেয়েছেন। বা নিশো গাইতে পারেন এটা সকলের জানাই ছিল। মোস্তফা কামাল গানটি জেমসকে উৎসর্গ করেছেন বলে নিজের প্রকাশ করা ভিডিওতে উল্লেখ করেছেন।
জেমসের যদি কখনও গানটি জেমসের ‘দুখিনী দুঃখ করো না’ গানের ১১ নম্বর গান। অপূর্বের গাওয়া গানটিসহ প্রায়ই সকল গানই সে সময় জনপ্রিয় হয়।