সব

আমার অভিজ্ঞতার অভাব আছে: আতিকুল ইসলাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 3rd August 2019at 10:46 pm
59 Views

 

আমারবাংলা ডেস্কঃ মন্ত্রী-মেয়র আসবেন তাই পড়ে গেছে পরিচ্ছন্নতার হিড়িক। এমন দৃশ্য আজকাল প্রায়ই চোখে পড়ে ঢাকার বিভিন্ন এলাকায়। রাজধানীর ফার্মগেট এলাকায় আজও ঘটেছে এমনটা। বিষয়টি স্বীকার করে নিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম আবারও সময় চাইলেন।

এদিকে, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

একজন পরিচ্ছন্নকমী বলেন, ‘মন্ত্রী মেয়র আসবেন তাই পরিষ্কার পরিছন্নতা।’

একজন দোকানী বলেন, ‘এইগুলো শুধু লোক দেখানো আর কিছুই না।’

তবে বিষয়টি অকপটেই মেনে নিয়ে ঢাকা উত্তরের মেয়র আবারও সময় চাইলেন সব গুছিয়ে নেয়ার।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনি ঠিকই বলেছেন। আমরা এসেছি বলেই পরিচ্ছন্ন হচ্ছে। কালকে কিন্তু কাজ করছে না। আমি আপনাদের বলেছি আমার সততার অভাব নেই অভিজ্ঞতার অভাব আছে। কিভাবে সবাই কাজ করছে এটা মনিটরিং এর জন্য সেন্ট্রাল মনিটরিং এর ব্যবস্থা নেই আমাদের।’

এক্ষেত্রে নগরবাসীর সচেতনতাও জরুরী বলে মনে করেন তিনি।

 

সূত্র কালের কন্ঠ


সর্বশেষ খবর