সেভ দ্য রোড ও অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে বন্যাদূর্গত ২ শতাধিক পরিবারকে ত্রাণ প্রদান
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 17th August 2019at 7:30 am
FILED AS: জেলা সংবাদ
45 Views
নিজস্ব প্রতিবেদকঃ সেভ দ্য রোড ও অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে বন্যাদূর্গত ২ শতাধিক পরিবারকে ত্রাণ প্রদান করেছে। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী ও সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ১৪, ১৫ ও ১৬ আগস্ট উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এই ত্রাণ সামগ্রী প্রদান করেন। এসময় তাদের সাথে যুক্ত হন গাইবান্ধার মোফাজ্জল হোসেন, বগুড়ার সুলতান সরকার, গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ।
কর্মসূচীতে মোমিন মেহেদী ও শান্তা ফারজানার নেতৃত্বে, তাদের তত্বাবধায়নে গাইবান্ধার দাড়িয়াপুরের বিভিন্ন গ্রামে ১০২ জন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫৩ জন ও বগুড়ার মোকামতলা রোকেযা মার্কেটের সামনে ৪৭ জন বন্যাদূর্গত মানুষকে চাল-ডাল-তেল- চিড়া-আটা-চিনি প্রদানের পাশাপাশি ঢাকায় আরো অর্ধশত মানুষকে নগদ অর্থ ও পাঞ্জাবী-লুঙ্গি-থ্রী পিস প্রদান করা হয়।