ফুসফুসের রোগ ই-সিগারেটেই কি বাড়ছে
আন্তর্জাতিক ডেস্কঃ ধূমপানের বদলে ইদানীং ই-সিগারেটের ব্যবহার বেড়েছে আমেরিকায়। কিন্তু মার্কিন স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ই-সিগারেট থেকে ফুসফুসের এক ধরনের রহস্যজনক রোগ ছড়াচ্ছে। আক্রান্তরা বেশির ভাগই অল্পবয়সি। এঁদের মধ্যে কেউ কেউ আবার হাসপাতালে ভেন্টিলেটরে ভর্তি রয়েছেন। অসুস্থের সংখ্যাটা অন্তত ১০০। তার মধ্যে ৩১ জনের ক্ষেত্রে ই-সিগারেটের প্রভাব নিশ্চিত করে জানানো হয়েছে।
শ্বাস নিতে কষ্ট, বুকে যন্ত্রণা, জ্বর, বমি ভাব, এমনকি ডায়েরিয়া নিয়ে আসছেন রোগীরা। এ রোগের লক্ষণ এগুলোই। ‘দ্য সেন্টারস ফর ডিজ়িস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, স্বাস্থ্য দফতর ক্যালিফর্নিয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, মিনেসোটা এবং উইসকনসিনের উপরে নজর রাখছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফুসফুসের অসুখটির সঙ্গে ই-সিগারেটের যোগ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা