এফ আর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর গ্রেফতার
অনলাইন ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাকে গ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি তাসভীরকে বিকেলে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়।