সব

মানিকগঞ্জে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 18th August 2019at 9:46 pm
52 Views
কামরুল হাসান খান:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে হত্যাকারী বিদেশে পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে সমাবেশ করে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন এর  সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহব্বায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ১৯৭৫  সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে হত্যাকারী পলাতক খুনীদের অবিলম্বে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে সরকার ও বিচার বিভাগের প্রতি জোড় দাবি জানান এবং সকল প্রকার প্রতিকূলতা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও জননেত্রী শেখ হাসিনা, এমপি দুর্জয়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন -অর রশিদ এর দীর্ঘায়ু কামনায় এবং দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

সর্বশেষ খবর