আবারও গাজা স্ট্রিপে অভিযান ইসরায়েলের সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্কঃ ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে গাজা স্ট্রিপে হামলা ইজরায়েলের। ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। তবে ফিলিস্তিনিদে মৃত্যুর কথা অস্বীকার করেছে ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজা সীমান্তে সশস্ত্র ফিলিস্তিনিদের উপস্থিতি লক্ষ্য করেই তারা গুলি চালিয়েছে।
এর আগে শনিবার গাজায় রকেট হামলা চালায় ইসরায়েল। গাজা থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। তবে এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনা নতুন নয়।
ইদের দিনেও আল আকসা মসজিদে নামাজের সময় ইসরায়েলের সেনাদের অতর্কিত হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হন। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তাদের উপর।
মসজিদের জর্ডান বংশোদ্ভূত ইমাম খলিল আশালি অভিযোগ করে বলেন, ১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের পর থেকে পবিত্র এ মসজিদটি অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই এই ধরনের বর্বরতা চলছে।