তুরাগে শোক দিবস পালন
তুরাগ প্রতিনিধিঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার ২৫ আগস্ট রাজধানীর তুরাগে উলুদাহা এলাকা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করেন সাবেক ৯ নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম গনি।
সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম গনি উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সফল স্বরাষ্ট্র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উওর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্জ হাবিব হাসান, তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ আলী মোল্লা, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি হালিম, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনসাধারনের মাঝে খাবার বিতরন করেন।