২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ ডেঙ্গু রোগী ভর্তি
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th August 2019at 9:49 pm
49 Views
আমারবাংলা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ১ হাজার ২৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা শহরে ৫৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬৪ হাজার ৭৬৫ জন। এরমধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৯ হাজার ৩০ জন। এ যাবত ৫২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৫ হাজার ৫৬২ জন, যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮১ জন।