কোটালীপাড়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রনী আহম্মেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মৌলিক স্বাক্ষরতা প্রকল্প ৬৪ জেলার আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলার বেজলাইন সার্ভের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ ২৭ আগষ্ট মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান হিসাবে কোটালীপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কোটালীপাড়া পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গোপালগঞ্জ সহাকারী পরিচালক মোহাম্মাদ সাহারুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কোটালীপাড়া শাখার প্রোগ্রাম অফিসার নিপন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী প্রমুখ। এ সভায় উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভা সঞ্চালনা করেন অনন্ত মজুমদার। উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের আওতায় ৬৪ জেলায় ৩শ কেন্দ্রের মাধ্যমে ১৮জন শিক্ষার্থীকে নিরক্ষরমুক্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করেন- পল্লী মহিলা উন্নয়ন সংস্থা (পি,এম ইউ এস) গোপালগঞ্জ শাখার পরিচালক রিনা বিশ্বাস।