সব

মোদি শুরু করেছেন, আমরা শেষ করব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th August 2019at 2:38 pm
54 Views

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন
কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়েছে পাকিস্তান। জাতিসংঘেরও সমর্থন মেলেনি। তবে কিছুতেই কাশ্মীর ইস্যুতে হাল ছাড়তে নারাজ ইমরান খানের সরকার। তাই ভারতকে জব্দ করতে ফের আকাশসীমা বন্ধ করার পথে হাঁটতে চলেছে পাকিস্তান। ভারতের জন্য পাকিস্তানের আকাশ পথ পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের। এ কথা টুইট করে জানিয়েছেন, পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে বালাকোটে সেখানকার বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। এর পরই ভারতীয় বিমানের জন্য সে দেশের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ রেখেছিল পাকিস্তান সরকার। তবে নিজেদের ওই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। ১৪০ দিন আকাশ সীমা বন্ধ রাখার ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮৫ কোটি টাকার ক্ষতির মুখে মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে।

তবে এ বার শুধু আকাশ পথই নয়, ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের জন্য ব্যবহৃত পাক সড়ক পথও বন্ধ করে দেওয়ার কথা ভাবছে ইমরান খানের সরকার। টুইট করে পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লিখেছেন, ‘মোদি শুরু করেছেন, আমরা শেষ করব।’

মন্তব্য


সর্বশেষ খবর