সব

রাবিতে কমেছে আবেদন ফি, থাকছে বিভাগ পরিবর্তনের সুযোগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th August 2019at 6:37 pm
50 Views

 

অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে আংশিক পরিবর্তন এনেছে ভর্তি পরীক্ষা কমিটি।

নতুন পদ্ধতিতে বিভাগ পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। ভর্তিচ্ছুরা সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়াও আবেদন ফি দুই হাজার ৩৫টাকা থেকে কমিয়ে এক হাজার ২৫৫ টাকা (প্রাথমিক আবেদন ফি’সহ) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ২০-২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই নিয়মের ফলে এখন আর ইউনিট ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকছে না। ফলে একজন ভর্তীচ্ছু প্রতিটি ইউনিটেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এ ছাড়াও আবেদন ফি দুই হাজার ৩৫ টাকা (প্রাথমিক আবেদনসহ) থেকে কমিয়ে এক হাজার ৫৫ টাকা করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বিবেচিত হবে।

গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কলা অনুষদের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) পক্ষ থেকে ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার আহ্বান জানানো হয়।

এবার শিক্ষার্থীদের প্রথমে অনলাইনে ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন থেকে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রতি শিক্ষার্থীকে এক হাজার ২০০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর