সব

শেরপুরের নালিতাবাড়ীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা অমান্য, লাখ টাকা জরিমানা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th August 2019at 11:00 pm
62 Views
ফারুক হোসেন (শেরপুর)প্রতিনিধি : নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিজের নিকট থেকে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
জানা গেছে, ভোগাই নদীর নাকুগাঁও ব্রিজ, নালিতাবাড়ী শহরের ব্রিজ ও জামিরাকান্দা রাবার ড্যাম ব্রিজের দুই পাশে দুই কিলোমিটার এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞা করে প্রশাসন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনটি ব্রিজের নিষিদ্ধ এলাকার মধ্যে বেশকিছু বালু ব্যবসায়ী বালু উত্তোলন করে আসছিল।
বিশেষ করে, নাকুগাঁও ও জামিরাকান্দা রাবার ড্যাম ব্রিজের একেবারে কাছাকাছি এলাকা থেকে প্রতিনিয়ত শ্যালুচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছিল।
একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উভয় পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
এসময় নাকুগাঁও ব্রিজ এলাকা থেকে জুলহাস নামে এক বালু ব্যবসায়ী ও জামিরাকান্দা রাবার ড্যাম ব্রিজ এলাকা থেকে বালু ব্যবসায়ী যুবলীগ নেতা আল-আমিনের দুই শ্রমিককে আটক করে আদালত। পরে উভয় পক্ষকে ৫০ হাজহার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। রাতেই জরিমানা গুনে ছাড়া পায় আটককৃতরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর