জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না-দুর্জয়
কামরুল হাসান খান:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না।তাই আগামী প্রজন্মকে রাষ্ট্রীয় স্বার্থে প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করতে হবে। তবে এই জাতির জনকের স্বপ্নে গড়া সোনার বাংলা সুপ্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শিবালয়ের
নালী হাই স্কুল মাঠে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য কালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
আরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রণজিৎ কুমার সরকারের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোমিনউদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস,আরুয়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান খান মাসুম,তেওতা ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল কাদের, উলাইল ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান রুনা আক্তার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক এই ক্রিকেটার আরো বলেন,১৫ আগস্টের কালো রাত্রিতে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে হত্যা করেছিল স্বাধীনতা ওই অপশক্তিই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা দেশ জাতির শত্রু। এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সবার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় , জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকালে তিনি মানিকগঞ্জে জেলা জাসদ আয়োজিত মরহুম ইকবাল হোসেন খানের স্মরণসভায় যোগ দেন এবং দুপুরে ঘিওরের বাঙ্গালায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে যোগ দেন।