কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা
খেলাধুলা ডেস্কঃ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচকে ঘিরে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ রবিবার এই দল নিয়েই তাজিকিস্তানের উদ্দেশে রওনা হবেন হেড কোচ জেমি ডে।
জানা গেছে, প্রাথমিকভাবে ২৫ জন খেলোয়াড় নিয়ে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়। পরে গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে অন্তর্ভুক্ত করায় ক্যাম্পে সদস্য সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল তৈরি করেন হেড কোচ।
বাংলাদেশ দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ: টুটুল হোসাইন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত।
মধ্যমভাগ: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম।
আক্রমণভাগ: মোহাম্মদ নাবীব নেওয়াজ জীবন, মহিবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা।