হিন্দি ও ভোজপুরি ছবিতে মিষ্টি জান্নাত
বিনোদন ডেস্কঃ লাভ স্টেশন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনিবিবি’, ‘তুই আমার রাণী’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এবার হিন্দি ও ভোজপুরি ছবিতে অভিষেক ঘটতে যাচ্ছে মিষ্টির। সম্প্রতি মুম্বাইয়ে ছবি দুটির জন্য ফটোশুটও করেছেন। ডাব্বু ও অভিষেক নামের দুজন ফটোগ্রাফার ছবি তুলেছেন তাঁর। ১৫ অক্টোবর থেকে শুরু হবে ভোজপুরি ছবিটির শুটিং। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করবেন সেখানকার জনপ্রিয় অভিনেতা কেশরী লাল যাদব। এরপর ১২ ডিসেম্বর শুরু হবে হিন্দি ছবির শুটিং। মিষ্টি বলেন, ‘অনেক আগে থেকেই হিন্দি ও ভোজপুরি ছবি দুটির ব্যাপারে কথা চলছিল। অবশেষে এবার সব কিছু চূড়ান্ত হলো। শিগগিরই ঘটা করে ছবি দুটির নাম ও পরিচালক কারা তা জানাব। এর জন্য আমার ভক্তদের আরেকটু অপেক্ষা করতে হবে।’