কোটালীপাড়ায় শেখ রাসেল প্রতিবন্ধি বিদ্যালয়
রনী আহম্মেদ,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানবতার সেবায় প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল প্রতিবন্ধি বিদ্যালয়। এ প্রতিবন্ধি বিদ্যালয়টিতে সরকারী সাহায্য ছাড়াই মানবতার সেবায় নিরলস কাছ করে যাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কোটালীপাড়া অগ্রগামী মানব কল্যাণ সংস্থার পরিচালক রুবি বিশ্বাস ২০১৫ সালে প্রতিবন্ধিদের সেবা দিতে কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের তেমন কোন সাড়া না থাকলেও বর্তমান ওই বিদ্যালয়ে প্রতিবন্ধি শিক্ষার্থী সংখ্যা ১শত ৯ জনে দাড়িয়েছে।
৬ বছর হতে ২৫ বছর বয়সি এসব শিক্ষার্থীদের অগ্রগামী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধিদের শিক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ, প্রতিবন্ধিদের হুইল চেয়ার, শ্রবণ প্রতিবন্ধিদের কানের মেশিন, বেবি টয়লেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও ঈদ-উল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে এসব প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার ও পোশাক বিতরণ করে থাকেন এ বিদ্যালয়ের পরিচালক রুবি বিশ্বাস। এ ব্যাপারে শেখ রাসেল প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক রুবি বিশ্বাস জানান, সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কিছু একটা করার স্বপ্ন ছিল। তাই আমার পরিচালিত অগ্রগামী সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধিদের শিক্ষা ও সেবা দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। নিজের উপার্জিত অর্থ দিয়েই এসব প্রতিবন্ধিদের শিক্ষার পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত সরকারী বেসরকারী ভাবে তেমন কোন সহযোগিতা পাইনি। সরকারী সহযোগিতা পেলে এসব প্রতিবন্ধিদের শিক্ষা ও সেবার মান তরান্বিত হবে। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী জানান প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। ওরা আমাদের আপনজন। ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে এরা দেশের সম্পদে পরিনত হবে।
আমি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ওই প্রতিবন্ধি বিদ্যলয়টি পরিদর্শনে গিয়েছি। বিদ্যলয়ের পরিচালক রুবি বিশ্বাসের এ উদ্দ্যোগ সন্তোষ জনক। কোটালীপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম জানান শেখ রাসেল প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক রুবি বিশ্বাস নিবন্ধনের জন্য আমার কার্যলয়ে একটি আবেদন করেছেন। বিদ্যালয়টি যাহাতে নিবন্ধ পায় সে ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি।