সব

কাশ্মীর ইস্যুতে ‘ভয়াবহ’ পরিণামের জন্য বিশ্ব সম্প্রদায় দায়ী থানকবে: ইমরান খা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 7th September 2019at 4:19 pm
54 Views

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের নাড়ির সম্পর্ক। এই ইস্যুতে যতদূর সম্ভব ততোদূর যাবে পাকিস্তান। আর এর সম্ভাব্য ‘ভয়াবহ’ পরিণামের জন্য বিশ্ব সম্প্রদায় দায়ী থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রতিরক্ষা ও শহিদ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক ভাষণে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত ঐক্য ও সুরক্ষার মুখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

কাশ্মীর সমস্যার সমাধানে বহিঃবিশ্বের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে ইমরান খান বলেন, ভারতের পরমাণু ঘাঁটিগুলোরও নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক স্তরে অনুরোধ জানিয়েছি। এটি এমন একটি বিষয় যা শুধু দক্ষিণ এশিয়া নয় পাশাপাশি গোটা বিশ্বকে প্রভাবিত করবে।

সূত্র: টাইমস নাউ নিউজ


সর্বশেষ খবর