বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
প্রবাস ডেস্কঃ বাহরাইনের জুফেয়ার নামক স্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় এমরান (৩৮) নামের এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি কুমিল্লার চাঁদপুর থানার রহিমা নগর এলাকার চাপাতলী গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তার লাশ বর্তমানে স্থানীয় মানামা সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।
এদিকে, গাড়ি ও চালককে আটক করেছে বাহরাইন পুলিশ। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন মাধ্যমে জানা যায়, নিহত এমরান জুফেয়ার মিখনাস এ্যাপার্টমেন্টে হাউজ কিপিং হিসেবে কর্মরত ছিলেন।
ওইদিন সকাল স্থানীয় সময় ৮টায় কাজ শেষে সাইকেল যোগে বাসায় ফেরার পথে, রাস্তার সিগন্যাল পারাপারের সময়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার সাইকেলকে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এমরান।