কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক মারধরের অভিযোগ
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ কোটালীপাড়ায় কান্দি ইউনয়ন চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বিরুদ্ধে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য রতন হালদারকে মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষকে এলাকাবাসী উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছে।
ঘটনার বিবরনে জানা গেছে গত বৃহস্পতিবার মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ক্লাশ রুমে দশম শ্রেণির ছাত্র সবুজ ঘরামী বেঞ্চের উপর অশালীন কথা লেখায় শিক্ষক আশিষ কুমার বড়াল তাকে একটি বেত্রাঘাত করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে মাচারতারা পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র হালদারের ভাই গজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমূল্য রতন হালদার টালীপাড়া
থেকে ফেরার পথে ধারাবাশাইল বাজারে পৌছালে কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ও তার ভাই মনি বাড়ৈ তাকে বেধড়ক মারধর করে।
এ সময় তাদের কিল ঘুষিতে শিক্ষক অমূল্য রতন মাটিতে লুটিয়ে পড়লে চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ পায়ের জুতা খুলে শিক্ষকের কপালে ঠেকিয়ে বলে আমার বিরুদ্ধে কোন কিছু করার ক্ষমতা তোদের নাই। আর আমার বিরুদ্ধে কোন রকম সড়যন্ত্র করার চেষ্টা করলে ভবিষ্যতে এই জুতা দিয়ে তোকে শিক্ষা দিয়ে দিব।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মাচারতার পাবিলক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র হালদার জানান- আমার বিদ্যালয়ের ক্লাশ রুমে এক ছাত্র বেঞ্চের উপর অশালীন কথা লেখায় আমার সহকর্মী আশিষ কুমার বড়াল ওই ছাত্রকে একটি বেত্রাঘাত করে। ওই ছাত্র ইউপি চেয়ারম্যানের আপনজন হওয়ায় এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার ভাই আমার ভাইকে মারধর করে।
কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ জানান- শিক্ষক অমূল্য রতন ধারাবাশাইল বাজারে বসে আমার মা-বাবা তুলে গালাগাল করায় তাকে মারধর করা হয়েছে।
কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।