সব

বাংলাদেশ কটন এসোসিয়েশন সভাপতি সুলতান সম্পাদক পাভেল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th September 2019at 4:17 pm
45 Views

 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কটন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০১৯-২০ ও ২০২০- ২১ মেয়াদের জন্য সভাপতি পদে সুলতান রয়িাজ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ পাভলে হোসনে নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্য কর্মকর্তাগণ হচ্ছেন সহ- সভাপতি মোঃ নুরুজ্জামান, জনিাত হালমি, আব্দুল্লাহ আল-মাহমুদ, মোঃ মকবুল হোসনে, কোষাধ্যক্ষ- মুহাম্মদ আইউব, সহযোগী সম্পাদক–ননী গোপাল সাহা, কাজী আজমল হক, ইদ্রসি আলী মোল্লা, মোস্তফা এমরানুল হক, সদস্য- শখে সামউিল ইসলাম, মুহাম্মদ আক্তারুজ্জামান ও জুবায়রে
আহমদে প্রমুখ।


সর্বশেষ খবর