সব

সরকারের কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th September 2019at 6:21 pm
41 Views

আমারবাংলা ডেস্কঃ সরকারি কোষাগারে ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে লভ্যাংশের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

চেক গ্রহণ করে অর্থমন্ত্রী বলেন, আশা করি আগামীতে সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকার লভ্যাংশ প্রদান করবে।

এর জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সাধারণ বীমা করপোরেশন ৪০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বীমা ও পুনঃবীমা খাতে ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে।

এ বছর সাধারণ বীমা করপোরেশন সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় কিছু প্রকল্পের বীমা কভারেজ প্রদান করেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর