সব

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুনঃ স্ত্রীর মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 12th September 2019at 3:32 pm
59 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে দগ্ধ হয়ে তার স্ত্রী মোছাম্মদ তানিয়া মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে। মৃতের শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর বুধবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর