সব

ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ল তিন গুণ, আমদানি বন্ধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 14th September 2019at 5:47 pm
44 Views

অনলাইন ডেস্কঃ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ‘ন্যাপেড’ গতকাল শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে। ফলে বন্ধ হয়ে যায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আগের দেওয়া এলসিগুলোর বিপরীতে ভারতের কাষ্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েছে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

এতদিন প্রতি মেট্রিকটন পেঁয়াজ ৩০০ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিকটন পেঁয়াজ ৮৫২ মার্কিন ডলারে ব্যবসায়ীদের আমদানি করতে হবে। আজ শনিবার সরকারী ছুটির কারনে ব্যাংক গুলো বন্ধ থাকায় আগামীকাল রোববার এলসি গুলো পুনরায় এ্যমানমেন্ড করে পেঁয়াজ আমদানি করতে হবে।

এদিকে ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় দেশের খোলাবাজারে পেঁয়াজের দাম বেড়ে যাবার আশঙ্কা করছেন বন্দরের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।


সর্বশেষ খবর