সব

নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বিএনপির তাবিথ আউয়াল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 15th September 2019at 1:26 pm
74 Views

আমারবাংলা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে একক প্রার্থী নিয়ে মাঠে নেমেছে বিএনপি। বিগত নির্বাচনের মেয়র প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এবারও ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে দলটি। সিগন্যাল পেয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন তিনি। এখন পর্যন্ত দলের আর কোনো সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি। দলের সম্ভাব্য প্রার্থীকে সামনে রেখে একাট্টা দলের নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে দলের একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও মনোনয়ন চাইবেন।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনে ফল বিপর্যয় হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও মাঠ ছাড়বে না বিএনপি। খালি মাঠে গোল করতে দেবে না ক্ষমতাসীন দলকে। তাবিথ আউয়ালকে নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে জনকল্যাণমূলক কার্যক্রমেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিএনপির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল দলের কূটনৈতিক শাখারও অন্যতম সদস্য।

বিদেশে পড়াশোনা করে আসা তাবিথ আউয়াল গত নির্বাচনে নতুন মুখ হিসেবে উত্তরের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হন। দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের কাছে অপরিচিত তাবিথকে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন খালেদা জিয়া। এর সঙ্গে পরিচ্ছন্ন ইমেজের অধিকারী তরুণ এ নেতার বুদ্ধিদীপ্ত নির্বাচনী প্রচারণার কৌশলেও আলোচনায় এগিয়ে যান। তবে কারচুপি আর অনিয়মের অভিযোগ তুলে দুপুর ১২টার দিকেই বিএনপি নির্বাচন বর্জন করে। এর পরও নির্বাচনী ফলাফলে তাবিথ আউয়াল কয়েক লাখ ভোট পান। নেতাকর্মীরা মনে করছেন, শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে পারলে পরিস্থিতি ভিন্নও হতে পারত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন সরকার আর নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কারণে ডিএনসিসি উপনির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। তবে সে সিদ্ধান্তের পরিবর্তন হওয়ায় এবার আটঘাট বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

তাবিথ আউয়াল ডেঙ্গুসহ জনসম্পৃক্তমূলক কাজে নিয়মিত অংশ নিচ্ছেন। গত নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিত্যনতুন কৌশল ঠিক করছেন। এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। জনগণের মন জয় করতে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। একই সঙ্গে আধুনিক ঢাকা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার স্লোগান দিয়ে নির্বাচনী ইশতেহার তৈরির কাজও এগিয়ে নিচ্ছেন। তৈরি করছেন বিভিন্ন ডকুমেন্টরি। সরকারের অনিয়ম, দুর্নীতি, ডেঙ্গুর ভয়াবহতায় নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের গাফিলতিসহ দখলদারিত্বের বিরুদ্ধে প্রচারণাও থাকবে।


সর্বশেষ খবর