সব

দিনাজপুর জেলার বিরামপুরে মাদক বিরোধী র‍্যালি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th September 2019at 9:10 pm
102 Views
মোঃ সামিউল আলমঃ ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ -স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কাটলা হাট-বাজার বণিক কমিটির আয়োজনে মাদকবিরোধী র‌্যালিতে মাদককে ‘লাল কার্ড’ দেখিয়েছে স্থানীয় ব্যবসায়ীগণ, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সচেতন এলাকাবাসী।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাটলা হাট-বাজার বণিক কমিটির ব্যবসায়ীরা প্রায় শতাধিক মোটরসাইকেল  নিয়ে একটি বিশাল র‌্যালি বিরামপুর সরকারি কলেজ গেইট থেকে শুরু করে কাটলা হাফেজিয়া মাদরাসায় যায়। পরে সেখান থেকে র‌্যালিটি বাজারের অটোস্ট্যান্ড এর তিনমাথা মোড়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির। এসময় আরো উপস্থিত ছিলেন, থানার এসআই রজব আলী, কাটলা হাট-বাজার বণিক কমিটির সভাপতি কোবাদ হোসেন, সাধারণ সস্পাদক সামসুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বিদ্যুৎ, আবু সাইদ প্রমুখ ।

সর্বশেষ খবর