সব

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করার আহ্বান এমপি দুর্জয়ের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 17th September 2019at 11:40 pm
50 Views
কামরুল হাসান খান:দেশের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি’র পরিচালক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পিএস হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)২০১৯ এর ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে উপস্থিত নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা শারমিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সার্জন(অব:) নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক,  সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি,ঘিওর বাজার বণিক সমিতির সভাপতি হামিদুর রহমান আলাই, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, ঘিওর উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল বেপারী, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,করিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,ধামশ্বর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান তুলা,চকমীরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার রুবেল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন, শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সেলিম রেজা সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন, সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক ক্রিকেটার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে।এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।তিনি   সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবংজননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন।
এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন, হুইল চেয়ারসহ কৃষিজাত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং দৌলতপুরের আমতলী ও বৈন্যায় যমুনার শাখা নদীতে  ২০০ মিটার ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেন। পরে ঘিওর ডাকবাংলো মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং রাতে ঘিওর বাজার বণিক সমিতি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ধামশ্বর ইউনিয়ন কে পরাজিত করে চকমিরপুর ইউনিয়ন বিজয় অর্জন করে।

সর্বশেষ খবর