সব

আল্লাহর দলের ৮ সদস্য গ্রেফতা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 18th September 2019at 8:51 pm
38 Views

ডেস্ক রিপোর্টঃ মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আট সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে গোপন বৈঠকের সময় মঙ্গলবার বিকালে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের শহিদুজ্জামান (২৮), রাহাবুল ইসলাম (২৮), সুমন ইসলাম (২৫), জিহাদ আলী (৩২), মৌসুমি খাতুন (৩২), বন্যা খাতুন (৩২), আনজিরা খাতুন (৩৬) ও বারাদি গ্রামের শহিদুল ইসলাম (৩৫)। বৈঠক চলাকালীন তাদের কাছে থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

সদর থানা ওসি শাহ দারা জানান, রঘুনাথপুর গ্রামের আনজিরা খাতুনের বাড়িতে গোপন দাওয়াতি বেঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার সকালে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, জঙ্গি তৎপরতার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর