জাহাজ নির্মাণ শিল্পে নতুন দিগন্ত তুলে ধরেছে বসুন্ধরা গ্রুপ
আমারবাংলা ডেস্কঃ বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড জাহাজ নির্মাণ শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তৈরি করছে অয়েল ট্যাংকার, কার্গো ভেসেল। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হচ্ছে এ মেলায়। বসুন্ধরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড দেশের ড্রেজিং শিল্পের অন্যতম পথিকৃৎ। বর্তমানে দেশের নদী ড্রেজিংয়ের ক্ষেত্রে প্রধান শিল্প প্রতিষ্ঠান।
প্রদর্শনীতে বিআইডিএলের সিনিয়র এক্সিকিউটিভ শাহিন বেল্লাল জানান, বর্তমানে কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র, টাঙ্গাইলের ধলেশ্বরী, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদীর আড়িয়াল খাঁ, নেত্রকোনার কংস, দোহারের পদ্মা নদী ড্রেজিং কাজ করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
তিন দিনের এ প্রদর্শনীতে শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং লজিস্টিক ও প্রযুক্তি স্থান পেয়েছে।
আইসিসিবির চার নম্বর হলের এ প্রদর্শনীতে ১৪টি দেশের ১৬০টি স্টল রয়েছে। বসুন্ধরা গ্রুপের স্টলে দেশীয় জাহাজ নির্মাণ, মেইনটেন্যান্সসংক্রান্ত তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বসুন্ধরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড, বসুন্ধরা শিপিং ও বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানগুলো অয়েল ট্যাংকার, কার্গো ভেসেল, ড্রেজিং ও শিপ মেইনটেন্যান্সের শীর্ষ প্রতিষ্ঠান। এই শিল্পের নতুন দিগন্ত নিয়ে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরেছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে বসুন্ধরা শিপিং দেশের বিভিন্ন গ্রুপের জাহাজ মেইনটেন্যান্স করে থাকে। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্য পরিবহনে কাজ করে প্রতিষ্ঠানটি।