সব

যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীম গ্রেফতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 20th September 2019at 10:08 pm
40 Views

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধিঃ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্স থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব গনমাধ্যম শাখার প্রধান সারোয়ার বিন কাশেম জানান, জিকে শামীমের নিকেতনের অফিস থেকে প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর নথি জব্দ করা হয়। এছাড়া ৭টি অস্ত্র, মার্কিন ডলার, নগদ দেড় কোটি টাকা উদ্ধার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগে অস্ত্রসহ শামীম ও তার ৭ দেহরক্ষী আটক করা হয়েছে।

জি কে শামীমের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জানা গেছে, এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ‘শামীম ঠিকাদার’  নামে পরিচিত।

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় শামীম ঠিকাদারি কাজ করে থাকেন।

গণপূর্ত ভবনের বেশি ভাগ ঠিকাদারি কাজ করেন তিনি। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

এর আগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।


সর্বশেষ খবর