সব

কাঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা করলো বিএসএফ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 20th September 2019at 10:30 pm
44 Views

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্ত থেকে কামাল নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শুক্রবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৬৯/(২) পিলার এলাকা থেকে কামাল (৩২) কে ধরে নিয়ে যায় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।

স্থানীয়রা জানায়, ভোরে ডাবরী সীমান্তে যায় কামাল। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। পরে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী হত্যার অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ভারতীয় বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বৈঠকে পিটিয়ে হত্যার কারণ খতিয়ে দেখে ও লাশ ফেরত আনা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর