সব

এক মঞ্চে ভাষণ দেবেন ট্রাম্প-মোদি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 22nd September 2019at 12:52 pm
37 Views

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আজ রোববার বিশাল জনসমাবেশে অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে, কাশ্মীর ইস্যুতে এ সমাবেশে কথা বলবেন তিনি। সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ইন্ডিয়া টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ৫০ হাজার আসনের স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘হাওডি মোদি’ সমাবেশ। ২০১৪ সালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারের পর, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে এত বড় জনসমাবেশ করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে এরই মধ্যে হিউস্টনে পৌঁছেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান নরেন্দ্র মোদি। পৌঁছেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও। অধিবেশনের সাইডলাইনে সোম ও মঙ্গলবার চিরবৈরি এই দুই দেশের সরকারপ্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন ট্রাম্প।


সর্বশেষ খবর