সব

সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে-প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক 

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 7:10 am
15 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশের সিআইডিতে ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা একটা ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যেখানে কোন অপরাধ কেউ করে মুছে ফেলে। সেটা মোবাইল ফোন বা ল্যাপটপেও হয়। যদি কারও বিকৃত করে মানহানিকর কোন ছবি প্রকাশ করে মুছে ফেলে তা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবো যে কখন ও কোন মোবাইল থেকে এটি পোষ্ট করা হয়েছে।

এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর