সব

তিন তারকার হাতে উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 9:36 am
29 Views

আমারবাংলা ডেস্কঃ নভীন সুইটি, দীপা খন্দকার, গোলাম কিবরিয়া তানভীর এই তিন তারকা হাতে উদ্বোধন হলো নতুন ফ্যাশন হাউজ। যার নাম ‘জেসমিনস ড্রিম’। শুক্রবার সকালে এটি চালু হয়েছে ধানমন্ডির অর্চাড পয়েন্টে।

শো রুম উদ্ভোধন শেষে প্রত্যেকেই ‘জেসমিনস ড্রিম’র পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে ঢাকা নিউ মার্কেটের আদি ম্যাচিং সেন্টার ২০১৬ সালে স্থান পরিবর্তন করে পরের বছর জানুয়ারিতে ধানমন্ডির অর্চার্ড পয়েন্টে যাত্রা শুরু করে। একই বছরের শেষের দিকে তাদের দ্বিতীয় শাখা চালু হয় মেট্রো শপিং মলে। এবার তারা চালু করলো জেমসিন ড্রিম।

অন্যান্যের মধ্যে সেখানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাকির হোসেন স্বপন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবির, অতিরিক্ত সচিব মাহবুবুল হক সেলিম।

জানা যায়, ‘জেসমিনস ড্রিম’-এ মূলত মহিলাদের থান কাপড়, দেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, থ্রি-পিস বিক্রেতা প্রতিষ্ঠান। এখানে সাধারণ থেকে এক্সক্লুসিভ পর্যন্ত সকল মানের পণ্য পারায় পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।


সর্বশেষ খবর