সব

তেজগাঁওয়ে ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 7:18 pm
32 Views

অনলাইন ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয় বলে বলে জানান তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাতে এসেছি। এখানে অবৈধ অন্য কিছু পাওয়া গেলে সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। তবে অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রোববার চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওইদিন রাতে গুলশানের তিনটি স্পায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।

এরআগে গত বুধবার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র‌্যাব। অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ওই ক্লাবের সভাপতি যুবলীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সেদিন গ্রেফতার করা হয়। এর দুই দিনের মাথায় শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র‌্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


সর্বশেষ খবর