সব

ব্যাংকের বিনিয়োগ আসার খবরে চাঙ্গা পুঁজিবাজার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th September 2019at 11:01 am
37 Views

আমারবাংলা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ আসার খবরে আড়মোড়া ভেঙে পুঁজিবাজারে সক্রিয় হয়েছে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা। আর বড়দের সক্রিয়তা বাড়ায় পুঁজিবাজারের মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। ব্যাংক খাতের শেয়ারের পালে হাওয়া লাগার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৯ শতাংশ কম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি পেয়েছে। আর বাজার মূলধন বা বাজারের বিক্রয়যোগ্য শেয়ারের মূল্যবৃদ্ধি পেয়েছে চার হাজার ২৪৩ কোটি টাকা।

এদিকে পুঁজিবাজারে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বাড়লেও কম দামের শেয়ারগুলো অগ্রভাগে। এমনকি দাম কমের লোকসানি কম্পানির শেয়ারের দামও সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ডিএসইতে শেয়ার কেনার চাপে বেড়েছে সূচক ও লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বেড়েছে।

গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৩৪ লাখ টাকা আর সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ৭২ লাখ টাকা আর সূচক বেড়েছিল ৬৪ পয়েন্ট। এ নিয়ে পর পর দুই দিন পুঁজিবাজারে বড় উত্থান ঘটল। দিন শেষে সূচক দাঁড়ায় পাঁচ হাজার পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৯ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৫৩ কম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। কম্পানিটির লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ টাকা।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৮ লাখ টাকা। সূচক বেড়েছে ১৬৪ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৭ লাখ টাকা। আর সূচক বেড়েছিল ১১৫ পয়েন্ট। গতকাল লেনদেন হওয়া ২৫৩টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কম্পানির শেয়ারের দাম।

চাঙ্গা ব্যাংক খাত : পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ৯৭ শতাংশ ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টিরই শেয়ারের দাম বেড়েছে।

বাজার মূলধন বাড়ল চার হাজার কোটি টাকা : বাজার মূলধন বেড়েছে সোয়া চার হাজার কোটি টাকা। বিক্রয়যোগ্য শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে চার হাজার ২৪৩ কোটি টাকা। গতকাল ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৭৯ হাজার ১৯৬ কোটি টাকা।


সর্বশেষ খবর