সব

ফের কলকাতার ছবিতে ববি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th September 2019at 11:05 am
32 Views

বিনোদন ডেস্কঃ কলকাতায় জয়দীপ মুখার্জির ‘রক্তমুখী নীলা’ ছবিতে নীলা চরিত্রে অভিনয় করেন ইয়ামিন হক ববি। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই নতুন খবর দিলেন অভিনেত্রী। জয়দীপ মুখার্জির পরের ছবিতেও অভিনয় করবেন তিনি। ২০ সেপ্টেম্বর কলকাতায় চুক্তিবদ্ধ হয়েছেন নাম ঠিক না হওয়া ছবিটির। প্রযোজনা করবে অমলাদিত্য ফিল্মস।

ববি বলেন, ‘আগের ছবির গল্পটি ছিল থ্রিলার। তবে এবার অন্য রকম। বরাবরের মতো প্রধান চরিত্রে আমিই থাকছি। এবারও নতুন একজন নায়ককে আমার বিপরীতে নেওয়ার কথা। সব কিছু জানা যাবে আগামী মাসের মাঝামাঝিতে। তবে সহঅভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে কিছু চমক থাকবে। আশা করছি, বাংলাদেশের মতো কলকাতাতেও আমার একটা শক্ত অবস্থান তৈরি হবে।’

সনেট অ্যান্ড টিমের ‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে শেষবার দেখা গিয়েছিল ববিকে। ইফতেখার চৌধুরীর ‘খোঁজ : দ্য সার্চ’ দিয়ে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু।

ডেঙ্গু নিয়েও সিনেমা হলে ববি


সর্বশেষ খবর