সব

ফিফার বর্ষসেরা নারী ফুটবলার হলেন বিশ্বকাপজয়ী রাপিনো

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th September 2019at 11:11 am
FILED AS: খেলা
34 Views

খেলাধুলা ডেস্কঃ লিঁও’র লুসি ব্রোঞ্জ ও ওরলান্ডো প্রাইডের অ্যালেক্স মরগানকে হারিয়ে ২০১৯ ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও রেইন এফসির তারকা মেগান রাপিনো।

গতকাল সোমবার দিবাগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউসে অনুষ্ঠিতব্য ২০১৯ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, মার্কিনিদের হয়ে ২০১৯ নারী বিশ্বকাপ জেতার সুবাদেই মূলত এই পুরস্কারটি জেতেন রাপিনো।

আরো জানা গেছে, সেই টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেন রাপিনো। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এমনকি আসরের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বলও জেতেন রাপিনো।


সর্বশেষ খবর