তুরাগে পুলিশের অভিযানে ৮৪ পিস ফেন্সিডিলসহ আটক ৩
মোঃ সাইফুল ইসলাম পাপেলঃ রাজধানী তুরাগ থানাদিন পাকুরিয়া এলাকায় অভিযানে ৮৪ পিস ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে তুরাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া হারুন আর রশিদ এর ছেলে, রাশেদুজ্জামান পারভেজ (২৮), বুগুড়া বাবু সরদার এর ছেলে, মোঃ সোহেল (২৮), রাজধানী দক্ষিনখান এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ ওমর আলী (৩৫) ।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৩/০৯/১৯ তারিখ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুরিয়া এলাকায় প্রিয়াংকা সিটি গেইটের সামনে পাকা রাস্তার উপর তিন জন লোক ফেন্সিডিল বিক্রির করবে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই হরিদাস রায়সহ দুই কনস্টবল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালাবার চেষ্টা করলে অফিসার ও ফোর্সের মাধ্যমে তাদের আটক করতে সক্ষম হয়। এসময় তিনজনের কাজ থেকে দেহ তল্লাশী করে ৮৪ পিস ফেন্সিডিল বোতল পাওয়া জায়। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক আইনে মামলা হয়েছে।