সব

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th September 2019at 6:04 am
50 Views

জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ দীর্ঘ ১০ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদল মাঠে নেমেছে। দুর্বল নেতৃত্ব ও হামলা মামলার সংকট কাটিয়ে উঠে মঙ্গলবার ঝিনাইদহ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে দলটির জেলা শাখার নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মঙ্গলবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হোসেন শহীদ সরোওয়ার্দী সড়ক ঘুরে আজাদ রেষ্ট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু, বাবলুর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, ইবি ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, ছাত্রদল নেতা সাজেদুর রহমান বাবু, শাহরিয়ার রাসেল সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবী জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগানদেন তারা। জেলা বিএনপির আহবায়ক কিমিটির সদস্য সচিব এড এম এ মজিদ জানান, ১০ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদল রাজপথে মিছিল করলো।

তিনি বলেন আমাদের নির্দেশেই ঝিনাইদহ ছাত্রদলের নেতাকর্মীরা ন্যায় সঙ্গত দাবী ও ঢাবি ছাত্রদলের উপর হমলার প্রতিবাদে মিছিল করে।


সর্বশেষ খবর