সব

২৭ সেপ্টেম্বর ঢাকায় মীরাক্কেলের অডিশন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th September 2019at 1:31 pm
46 Views

বিনোদন ডেস্কঃ দুই বাংলার কমেডি বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেলে বাংলাদেশের প্রতিযোগীদের অডিশন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

রাজধানীর এমানুয়েল ব্যাংকুয়েট হল (ঢাকা নিউ হল, গুলশান -১) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অডিশন চলবে।

প্রতি বছর বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে অডিশনের আয়োজন করা হলেও আসন্ন ‘মীরাক্কেল সিজন-১০ এর অডিশন হবে শুধু ঢাকায়।

সম্প্রতি মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফেসবুক পেজ থেকে বাংলাদেশ অডিশন বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে যারা মীরাক্কেলে অংশ নিতে চান, আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের জন্য অডিশন হবে ঢাকায়। বাংলাদেশে একটিই অডিশন হবে। তাই সারা দেশ থেকে প্রতিযোগীদের এদিন ঢাকায় উপস্থিত হতে হবে।

একটি বিশেষ শর্ত হলো, প্রতিযোগীদের কৌতুক অবশ্যই নিজের লেখা বা মৌলিক হতে হবে।

বাংলাদেশে অডিশনে আসছে মীরাক্কেল
জনপ্রিয় কৌতুকাভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলীর সঞ্চালনায় জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকবেন শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্ত।


সর্বশেষ খবর