চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় স্পেশাল বাস হতে ২ মাদকব্যাবসায়ী যাত্রী আটক
আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘড়িয়া ব্রিজ সংলগ্ন চত্বরে ৫৯ বিজিবী ব্যাটলিয়নের কিছু সদস্যগণ গোপন তথ্যের ভিওিতে কানসাট টু ঢাকাগামী আরপি স্পেশাল একটি বাসের সর্বশেষ সিরিয়ালের সিটে আরোহী ২জন মাদক সংগ্রহ করে ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছে বলে জানতে পারেন।
এমতাবস্থায় ৫৯ বিজিবীর সিইও জনাব লেঃ কর্ণেল মাহমুদুল হাসান (পিএসসি) এর নেতৃত্বাধীন টহলে থাকা বিজিবীর সদস্যগণ আরপি স্পেশাল বাসটিতে তল্লাশি চালায়, এসময় বাসের শেষের সীটে আরোহী দুজন ব্যাক্তিকে বাস হতে নামিয়ে তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী চেক করে ১৯০ বোতল ফেনসিডিল ও ১৯৭০০ টাকা ক্যাশ এবং একটি মোবাইল সহ ২জনকে আটক করে থানায় সোপর্দ করবেন বলে নিশ্চিত করেন জনাব সাহাবুদ্দীন নায়ক সুবেদার(হাবিলদার)।
এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান, তাদের উভয়ের বাড়ী মুন্সীগঞ্জ জেলায় তারা উভয়ে সিজনাল আম ব্যাবসা করতে কানসাটে যাতায়াত করতে করতে মাদক ব্যাবসায় জরিয়ে পড়েন। একজনের নাম, আসলাম (৩৬) পিতা শাজামান খন্দকার গ্রাম মহাখালী ইউঃ থানা ও জেলা মুন্সিগঞ্জ, অপরজনের নাম জুকন (৩৫) পিতা মৃত দেলোয়ার হোসেন তার ঠিকানাও একই।
অবশেষে বিজিবী ৫৯ এর সদস্যগণ হতে নিশ্চিত হওয়া যায় যে, উভয় মাদক ব্যাবসায়ীদ্বয়কে সদর থানায় হস্তান্তর করা হয়। মাদক সংগ্রহের নাম ঠিকানা জানতে চাইলে মাদক ব্যাবসায়ীগণ জানায় যে, হাজারীদিঘি এলাকার মর্তুজা নামক ব্যাক্তির কাছ থেকে কানসাট বাজার সংলগ্নে তারা এ মাদকগুলো সংগ্রহ করেন।