মোবাইল ফেল, মাঠে চল
খেলাধুলা ডেস্কঃ স্কুলগামী ক্ষুদে ছাত্ররা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে খেলার মাঠে আগ্রহী হয়। প্রাণোচ্ছল আগামী প্রজন্ম গঠনের লক্ষে এবারও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন তাদের ব্যাতিক্রমী (অনূর্ধ্ব ৯) কিডস রাগবি লিগের দ্বিতীয় সফল আয়োজন করেছে।
২৩ ও ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই সফল আয়োজন বাচ্চাদের করে তোলে প্রাণবন্ত ও মাঠের প্রতি আগ্রহী। এস বি ইলেক্ট্রনিক্স এর পৃষ্টপোষকতায় গত ২৪ সেপ্টেম্বর ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব রানারআপ হয়। সেরা খেলোয়াড় সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফ্লেইম বয়েজ ক্লাবের আব্দুল্লাহ।
৭ থেকে ৯ বছরের বাচ্চাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব জনাব মাসুদ করিম, বিশেষ অতিথি শেখ বোরহান উদ্দিন কলেজের ইংরেজি বিভাগ চেয়ারম্যান জনাব খালিদ মাহমুদ এবং জনাব ইফতেখার আলী, সত্ত্বাধিকারী এস বি ইলেকট্রিক।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও লিগ কমিটির সম্পাদক জনাব সাঈদ আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম এবং ফেডারেশনের সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
টুর্নামেন্টে আগত উপস্থিত সকলে আগামীতে আরো অনেক যাক জমোকপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাশা করেছেন এবং সংশ্লিষ্ট সকল ফেডারেশনকে, বাচ্চাদের নিয়ে এমন মহতী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।