৫০০ টন ইলিশ যাচ্ছে ভারতে
আমারবাংলা ডেস্কঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ কালের কণ্ঠকে এ তথ্য জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ জানান, বাংলাদেশের একজন রপ্তানিকারকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি শুধু একবারের জন্য। উন্মুক্ত রপ্তানি নির্দেশ দেওয়া হয়নি। মূলত পূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি করতে ওই প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে এই রপ্তানি করতে হবে। তা না হলে এ আদেশ বাতিল হবে।
চার বছর আগে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজ্যে ইলিশ না পাওয়ার অনুযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সেই সময় বলেছিলেন, ইলিশ খুব কম পাচ্ছেন তাঁরা। জবাবে শেখ হাসিনা বলেছিলেন, পানি এলে ইলিশও যাবে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর আপত্তিতেই আটকে যায় তিস্তা চুক্তি। এরপর প্রতিটি উচ্চপর্যায়ের সফরে ওই চুক্তি নিয়ে কথা হলেও এখন পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি।