সব

বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে টিআইবি’র মানববন্ধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 27th September 2019at 9:57 pm
56 Views

মোঃ সাখাওয়াত হোসেনঃ বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্দ্যেগে মানববন্ধনের আয়োজন করা হয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সঙ্গে টিআইবি’র সংহতি প্রকাশ ও প্রতিবাদ একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ ,বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম। এই স্লোগানে মুখরিত হয়ে মানববন্ধন করে টিআইবি’র অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

টিআই’বির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেছেন, ‘ভারত ও চীন নিজেদের দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে গিয়ে আমাদের দেশে এসে আগ্রাসী মনোভাবের সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে সরকারকে জিম্মি করে দাবি আদায় করছে।’

তিনি বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে এসে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ করতে হবে। সরকার সেখানে সহায়ক ভূমিকা পালন করুক। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসুক, আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি সরকারের অঙ্গীকার থাকে ২০৩০ সালের মধ্যেই সেটা অর্জন করা সম্ভব।’

২০৩০ সালের মধ্যে দেশের সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহ্বান জানান টিআইবির এই নির্বাহী পরিচালক।


সর্বশেষ খবর