সব

রশিদ খান-মোহাম্মদ নবীদের নতুন কোচ ক্লুজনার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 28th September 2019at 10:27 am
FILED AS: খেলা
43 Views

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে হেড কোচ হিসেবে পাচ্ছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। ওয়েষ্ট ইন্ডিজ কিংবদন্তী ফিল সিমন্সের বিদায় নিশ্চিত হওয়ার পরই এ ঘোষণা দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী নভেম্বরে আফগানদের ওয়েষ্ট ইন্ডিজ সফর দিয়ে ক্লুজনারের প্রথম পরীক্ষা শুরু হবে।

খবরে বলা হয়েছে, এই পদের জন্য মোট ৫০টি আবেদন জমা পড়েছিল। অবশেষে তাদের মধ্যে থেকে ক্লুজনারকেই বেছে নেয় আফগানিস্তানের কোচ নির্বাচন কমিটি।

জানা গেছে, সাবেক এই প্রোটিয়া তারকার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল একাডেমির পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের ব্যাটিং কোচ, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে ডলফিন্স, জিম্বাবুয়ের ব্যাটিং কোচ এবং সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের ব্যাটিং দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্লুজনারের খেলোয়াড়ি জীবনে পরিসংখ্যানও বেশ ভালো। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৮ ফিফটিসহ প্রায় ৩৩ গড়ে ১৯০৬ রান করেছেন। এ ছাড়াও ১৭১ ওয়ানডেতে ৪১.১০ গড়ে ৩ হাজার ৫৭৬ রান করেছেন তিনি। আর বল হাতেও তার ঝুড়িতে ৮০টি টেস্ট ও ১৯২টি ওয়ানডে উইকেট আছে


সর্বশেষ খবর